সরকার ঠিক কাজ করে কি না, সেটাই বড় প্রশ্ন

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, রাজস্ব-জিডিপির নিম্নতম হার। যখন উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছি আমরা, তখনো আমাদের এ হার ৯ বা ১০ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

এ ব্যাপারে সরকারের কোনো উদ্ভাবন নেই, মাথাব্যথাও নেই। নতুন ভ্যাট আইন সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত ভালোভাবে করে যেতে পারলেন না। বর্তমান অর্থমন্ত্রীও একে প্রায় ‘ইউজলেস’ করে ছেড়েছেন। রাজস্ব-জিডিপির হারটা বাড়বে কীভাবে? যথেষ্ট পরিমাণ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কেনার কথা কেবল শোনাই যাচ্ছে।

তৃণমূল পর্যায়ে কর কার্যালয় স্থাপনের কাজটিও যদি আইএমএফের শর্তের কারণে হয়, ভালো হবে। এরপর থাকল জ্বালানি খাত। এটা বাজারভিত্তিক হওয়া দরকার।

এখন অবশ্য বাজারের কাছাকাছিই আছে। ফলে সরকার তা করে ফেললেই পারে। সরকার সম্প্রতি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। ঠিক সিদ্ধান্তই নিয়েছে। অনেকে আইএমএফের দোষ দিচ্ছে আন্দাজে। টাকা ছাপিয়ে আর কত দিন! গ্যাসের দাম বেশি না বাড়িয়ে কি সরকার ভালো করেছে? আমার জবাব, ‘না’। মোটকথা, তিনটা খাতে সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। যতটুকু বোঝা যাচ্ছে, বাংলাদেশের মানুষের পক্ষেই থাকছে আইএমএফের শর্তগুলো। সরকার কাজগুলো ঠিকঠাক করবে কি না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)

https://www.prothomalo.com/business/sdl4ma2b6u